নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী হলেন নীলাঞ্জন দাশগুপ্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের তরফে নাম ঘোষণা হতেই বাঁকুড়ার লালবাজার লোকাল কমিটির অফিসে ভিড় জমতে শুরু করে বাম কর্মী সমর্থকদের। পেশায় বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। পরবর্তীতেও বাম রাজনীতির সঙ্গে আপাদমস্তক যুক্ত থেকেছেন। বর্তমানে তিনি সিপিএম এর আইনজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০১২ সালে বাঁকুড়ার তৎকালীন বিধায়ক কাশিনাথ মিশ্রর মৃত্যুতে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হলে সেই উপ নির্বাচনে বাম প্রার্থী হয়েছিলেন নীলাঞ্জন দাশগুপ্ত। সেবার জয় না এলেও তিনি প্রাপ্ত ভোটের নিরিখে ছিলেন দ্বিতীয় স্থানে। এবার তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। বিপক্ষে থাকা তৃণমূল বা বিজেপি প্রার্থী সকলের সঙ্গে লড়াই সমান হবে। কেননা এটা হবে নীতি এবং আদর্শগত লড়াই বলেই দাবি বাম প্রার্থীর।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত
RELATED ARTICLES



