Wednesday, May 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবেপরোয়া লরির ধাক্কায় বাঁকুড়ায় মৃত ২,বিক্ষোভ স্থানীয়দের

বেপরোয়া লরির ধাক্কায় বাঁকুড়ায় মৃত ২,বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বেপরোয়া লরির ধাক্কায় ফের মৃত্যু হল দুজনের। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার জহরবোনা গ্রামে। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যান বাহনের গতি নিয়ন্ত্রণের দাবীতে এলাকার মানুষ রাস্তায় গাছের শুকনো ডাল ফেলে অবরোধ করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, শালতোড়া থেকে মধুকুন্ডা রাস্তা ধরে একটি খালি লরি মধুকুন্ডার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শালতোড়া থানার জহরবোনা গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরির চালক। এরপরই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনজনকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তপন মন্ডল নামের এক ব্যক্তির। ঘটনায় আহত হন আগমনি তন্তুবায় ও ঝন্টি তন্তুবায় নামের স্থানীয় আরো দুই মহিলা। আহত দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আগমনি তন্তুবায় এর। ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের শুকনো ডাল পালা ফেলে শালতোড়া মধুকুন্ডা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের দাবী, ঘাতক লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এলাকায় যান বাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবী জানাতে থাকেন স্থানীয়রা। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে প্রশাসনের তরফে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments