নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ সাদা পোশাক পড়ে রাতের অন্ধকারে ১০ জনকে নিয়োগ করিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ রমজানকে সঙ্গে নিয়ে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার আর মলয় ঘটক। বঞ্চিত বিজেপির কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল নেতা শেখ রমজানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। শেখ রমজানের বাড়িতে এবার ইডি পাঠানো হবে। দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ করে হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরের নামো সগড়ভাঙার বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। গেট ঠেলে কারখানার গেটের ভেতর ঢুকতে গেলে শুরু হয় ব্যাপক উত্তেজনা। বাধা দিতে গেলে পুলিশের সাথেও ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। সামনে লোকসভা নির্বাচন তাই বিজেপি কর্মীদের বঞ্চিত করে তৃণমূল কর্মীদের নিয়োগ করাচ্ছে ওঁরা। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর,সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চলে এই বিক্ষোভ। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ তোলেন,”তৃণমূলের সাথে গোপন আঁতাত তৈরি করেছে বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলের কাজে লাগাতে তৃণমূল কর্মীদের কাজেও ঢোকাচ্ছে মন্ত্রীরা আর নেতারা। আর কারখানার সাথে রফা করে তৃণমূলের উঁচু তলায় পাঠাচ্ছে এলাকার তৃণমূল নেতা শেখ রমজান। শ্রমিক নিয়োগের নামে তৃণমূল নেতার রমজানের দুর্নীতির তদন্তের জন্য এবার ইডির কাছে আবেদন জানানো হবে। সেই ইডিয়ে এবার ঢুকে যাবে রমজানের ঘরে বলেও হুঁশিয়ারি দেন তিনি।” এ বিষয়ে নামো সগড়ভাঙার ওই বেসরকারি কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান পুরো অভিযোগ অস্বীকার করে বলেন,”বহিরাগতদের কাজ দেওয়া হয়নি কাজ দেওয়া হচ্ছে স্থানীয় বেকারদের। কোন ইস্যু না পেয়ে লোকসভা নির্বাচনের আগে মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি। তৃণমূল শ্রমিক সংগঠন রং দেখে কাজ করে না বলেও সাফ জানান তিনি।” এ বিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার ফোনে বলেন,”রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই প্রথম পর্যায়ে ১০ জন বেকার যুবককে অস্থায়ীভাবে কাজে নিয়োগ করানো হয়েছে। আরো যাদের সমস্যা আছে আবেদন করলে সেই বিষয়টিরও গুরুত্ব দেওয়া হবে। তবে কি কারনে কারা আন্দোলন করছে, সেই বিষয় নিয়ে কোন গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী।”
রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের কাজে ঢোকাচ্ছেন মন্ত্রী প্রদীপ মজুমদার আর মলয় ঘটক-বিস্ফোরক অভিযোগ লক্ষণ ঘড়ুইয়ের
RELATED ARTICLES