Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গগলসীতে সিপিএম নেতার বাড়িতে হামলা,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গলসীতে সিপিএম নেতার বাড়িতে হামলা,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান, ১৮ মার্চঃ  লোকসভার ভোট ঘোষণা হতে না হতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ালো গলসী ২নং ব্লকের মোহড়া গ্রামে। অভিযোগ উঠেছে, সিপিএমের এক নেতার বাড়ি,গাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ, সিপিআইএম এর কর্মীদের যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। তারা যাতে লোকসভা ভোটের প্রচার না করতে পারে এবং গ্রামে ভোটারদের সন্ত্রস্ত করতে এই আক্রমণ চালানো হয়েছে। সিপিআইএম গলসী ২ এরিয়া কমিটির সদস্যের বাড়ি, গাড়ি, ট্রাক্টর ও যাত্রীবাহী বাসে ভাংচুর চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।  সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য বিশ্বজিৎ চৌধুরীর পরিবারের লোকেদের অভিযোগ, পুরনো মামলা না তোলায় রাতের বেলায় আচমকা তাদের বাড়িতে ইট পাটকেল ছোঁড়া হয়। তারপরই অমরনাথ চৌধুরী নেতৃত্বে ২০-২৫ জন তাদের বাড়িতে রড, লাঠি বাঁশ,  নিয়ে হামলা চালায়। এমনকি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ভাঙচুর করা হয় চারচাকা গাড়ি,বাস ও ট্রাকটরেও। ইটের আঘাতে বাড়ির বেশ কয়েকটি জানালার কাঁচ ভাঙে এবং পরিবারের তিনজন আহত হয়। অভিযোগ অস্বীকার করে গলসি ২ নং ব্লক তৃণমূল সভাপতি সেখ সাবিরউদ্দিন জানিয়েছেন, এটা ওদের পারিবারিক ঝামেলা, দীর্ঘদিন ধরে হচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে, অমরনাথ চৌধুরী পরিবারের লোকেদের দাবী, এটা পুরনো পারিবারিক ঝামেলা। তাদের বাড়িতেই প্রথমে হামলা চালিয়েছে বিশ্বজিৎ চৌধুরী পরিবারের লোকেরা। দোষ ঢাকতে নিজেদের গাড়িতে ও বাড়িতে ভাংচুর চালিয়েছে তারা। এই ঘটনায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গলসী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments