সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মার্চ: পুরুলিয়া জেলার হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ লালপুরে দলীয় কার্যালয়ে যোগদান পর্ব হয়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১৫২ টি পরিবার বলে দাবি ঘাসফুল শিবিরের। জানা গিয়েছে হুড়া ব্লকের কলাবনি গ্রাম পঞ্চায়েতের দেসড়া গ্রামের বিজেপি সমর্থিত এই পরিবারগুলি বিজেপির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এই যোগদান করেন। আজকের এই যোগদান সভায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো, জেলা সহ সভাধিপতি, সুজয় ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সুভাষ মাহাতো ও হুড়া ব্লক সভাপতি ও খেতমজুর সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো প্রমুখ। উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো ও যুব সভাপতি চন্দন দত্ত সহ। শান্তিরাম বাবু বলেন এই দেশড়া গ্রামের বিজেপির এই কর্মী সমর্থকরা আমাদের সাথে আগেই যোগাযোগ করেছেন এবং আমাদের দলে যোগদান করার জন্য লিখিতভাবে জানিয়েছিলেন। সেই মোতাপেক্ষে আজকের এই যোগদান। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক। এই দলে সকলের সমান অধিকার রয়েছে। এলাকার উন্নয়ন করার জন্য সকলকে প্রয়োজন। অপরদিকে সহ-সভাধিপতি, সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই মানুষগুলি আগেই বুঝতে পেরেছেন যে বিজেপি দলটি একটি ধাপ্পাবাজের দল। এই দলটি সাধারণ মানুষের কিছু করে না। নিজেরা কোটি কোটি টাকা লুট করে, গরিব মানুষের টাকা আটকে রাখে তাই মানুষ তাদের ভালো মন্দ বুঝে তৃণমূল কংগ্রেসে নিজের স্বেচ্ছায় যোগদান করলেন। হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, কলাবনি গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, আর সেখানকার মানুষরা বিজেপির উপর ভরসা রেখেছিল কিন্তু পরবর্তীকালে সেই ভরসা বিজেপি রাখে নি তাঁদের। অবশেষে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হয়ে তারা তৃণমূল কংগ্রেসের দলের যোগদান করলেন।
হুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ১৫২ টি পরিবার
RELATED ARTICLES