সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুর আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি পরিবেশ দিবসকে স্মরণ করে ৬ জুন একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রচণ্ড গরমে রক্তের ভীষণ সংকটকালে এই ধরণের প্রয়াস প্রশংসনীয়। দুর্গাপুর আরাধনার অফিস ইস্পাত নগরীর ১৮ রুম হোস্টেলের অফিস প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে মোট আঠাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন যার মধ্যে ৬ জন প্রথমবার রক্ত দিয়েছেন এবং মহিলা রক্তদাতা ছিলেন একজন। এছাড়াও দূষণ বিষ থেকে পরিবেশকে রক্ষা করতে এই রক্তদান শিবিরে উপস্থিত সবাইকে একটি করে চারাগাছ অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ মুখার্জী, দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিকেল বিভাগের এ জি এম,ফিজিওথেরাপি তপন বাদ্যকর সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুরে রক্তদান
RELATED ARTICLES