নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসনের লক্ষ্যে এবং বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে রবিবার দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে অরবিন্দ ভবনে অনুষ্ঠিত হল রক্ত দান শিবির। উদ্যোক্তা ছিল দুর্গাপুর এক্স সার্ভিস মেনস কো অপারেটিভ হাউজিং সোসাইটি এবং অমরাবতী মহিলা ওয়েলফেয়ার সোসাইটি। উপস্থিত ছিলেন ডা: নীলাদ্রি বসু,রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও রাজেশ পালিত,অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বনানী চট্টোপাধ্যায় ও রতন রক্ষিত,দুর্গাপুর এক্স সার্ভিস মেনস কোওপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড এর সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস প্রমূখ। সহযোগিতা করে দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম। এখানে এলাকাবাসীর উৎসাহ ছিল উল্লেখযোগ্য।মোট ৩৫ জন রক্ত দান করেছেন। তাদের মধ্যে মহিলা ছিলেন ৭ জন। এদের মধ্যে প্রথমবার রক্ত দিয়েছেন ৭ জন। শিবিরে রক্তদান করেছেন রক্তদান আন্দোলনের নেত্রী শর্মিলা ঘোষ। তার আগে গত ১৪ জুন বিশ্ব রক্তদান দিবসে অমরাবতী সিআরপিএফ কমিউনিটি হলে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল দুর্গাপুর জোনের রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় এবং বিশ্ব রক্ত দান দিবসের শপথের অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান ডি আই জি দেবব্রত ভট্টাচার্য। শিবিরে উপস্থিত ছিলেন অমরাবতী মহিলা ওয়েলফেয়ার সোসাইটির বনানী চ্যাটার্জী,রক্ত দান আন্দোলনের নেতা রাজেশ পালিত, অরবিন্দ মাজি প্রমূখ।
দুর্গাপুরের অমরাবতী কলোনিতে রক্তদান শিবির
RELATED ARTICLES