নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৩ মে: বুদ্ধ পূর্ণিমা। এটি হলো বৌদ্ধদের পবিত্রতম উৎসব। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। এ বছর ছিল ২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে এই বিশেষ দিনটি উদযাপন করলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। একই সঙ্গে শিল্প শহর দুর্গাপুরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইস্পাত নগরীর ৮ নং বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত দলিত সেনা ভবনে পশ্চিমবঙ্গ দলিত সেনা প্রদেশ কমিটির ইস্পাতনগরী শাখা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও এক প্রার্থনা সভার আয়োজন করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত সেনার প্রদেশ সম্পাদক রণজিৎ প্রসাদ,দুর্গাপুর ইস্পাত কারখানার এ জি এম, ফিজিওথেরাপি, তপন বাদ্য কর, সিনিয়র ম্যানেজার এ কে আম্বেদকর সহ অন্যান্য অতিথিরা।
দুর্গাপুরেও বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
RELATED ARTICLES