নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শিক্ষায় অরাজক পরিবেশ এবং কোষাগার লুন্ঠন থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানো ও আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি বিশ্ববিদ্যালয় বাঁচাও কমিটি ও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয় বাঁচাও কমিটি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি,আর্থিক দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে,দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,আর্থিক দুর্নীতি ও কোষাগার লুন্ঠনের বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে ও লুট হওয়া অর্থ সুদ সমেত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফিরিয়ে আনতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রূপক মাজিল্যা বলেন, “আমরা কর্মবিরতি করছি। একইসাথে বিক্ষোভ দেখাচ্ছি। যেভাবে বিশ্ববিদ্যালয়ের টাকা বেরিয়ে যাচ্ছে তার প্রতিকার চাই আমরা”।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি
RELATED ARTICLES