Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকোলা এরিয়াতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন ইসিএল’র সিএমডি

বাঁকোলা এরিয়াতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন ইসিএল’র সিএমডি

সার্থক কুমার দে,অন্ডালঃ বৃহস্পতিবার বাঁকোলা এরিয়ায় একসাথে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন ইসিএলের সিএমডি সমীরন দত্ত। সম্প্রতি বাঁকোলা এরিয়া অফিস সংলগ্ন জায়গাতে তৈরি হয়েছে ইসিএলের কর্মীদের প্রশিক্ষণের জন্য গ্রুপ ভোকেশনাল ট্রেনিং সেন্টার (ভি টি সেন্টার) এর নতুন ভবন। এই ট্রেনিং সেন্টারে ইসিএলের স্থায়ী,অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের খনির নিচে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়। এতদিন সংস্থার বিভিন্ন এরিয়াতে আলাদা আলাদা ভাবে প্রশিক্ষণ দেওয়ার হত কর্মীদের। নতুন ভি টি সেন্টারে বাঁকোলা ছাড়াও কাজোরা এবং ঝাঁঝরা এক সাথে তিনটি এরিয়ার শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন সিএমডি সমীরন দত্ত প্রথমে ফিতে কেটে নতুন ভি টি সেন্টারটির উদ্বোধন করেন। সমীরনবাবুর সাথে উপস্থিত ছিলেন সংস্থার ডাইরেক্টর পার্সোনাল আহুতি সোয়াইন, বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় সাহু সহ অন্যান্য আধিকারিকেরা। এরপর বাঁকোলা এরিয়া গেস্ট হাউসের নতুন ভবন ছাড়াও সমীরণবাবু বাঁকোলা কোলিয়ারির সুভাষ কলোনিতে একটি পার্ক, সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিকদের জন্য তৈরি নতুন গেস্ট হাউস ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এখানে সিএমডিকে স্বাগত জানান এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিএমডি সমীরণ দত্ত জানান,বাঁকোলা ও পাণ্ডবেশ্বর এলাকায় বেশ কিছু ইকো পার্ক তৈরি করার চিন্তাভাবনা রয়েছে সংস্থার। আগামী দিনে সেগুলো বাস্তবায়িত করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments