নিজস্ব সংবাদদাতা,বর্ধমান:বর্ধমানের এক ব্যবসায়ীকে কলকাতার একবালপুর থেকে অপহরণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। ব্যবসায়িক কাজে যাওয়া বর্ধমানের ব্যবসায়ী দেবব্রত নন্দীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের পুলিশ। অপহৃত দেবব্রতবাবুর পরিবার সূত্রে জানা গেছে, দেবব্রত নন্দী রাইসমিলের মেশিনারী বিক্রির ব্যবসা করেন। বর্ধমানের শাঁখারী পুকুরে তাঁর একটি দোকান কাম গোডাউন আছে। রবিবার দুপুর ২ টো নাগাদ বর্ধমানের জগৎবেড় এলাকায় তাঁর বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্য তিনি বের হন। যাওয়ার সময় স্ত্রীকে বলে যান বাংলাদেশ থেকে দুজন ক্রেতা আসছে তাঁদের সাথে দেখা করতে কলকাতার একবালপুর যাচ্ছেন। একই সাথে কিছু পেমেন্ট আছে যা নিয়ে তিনি বাড়ি ফিরবেন। এরপর দেবব্রত নন্দীর সাথে তাঁর স্ত্রী রবিবার বৈকাল ৪.৪৪ মিনিট নাগাদ শেষ কথা বলেন। তারপর রাত হয়ে যাচ্ছে বলে দেবব্রতবাবুকে ফোন করা হলে ফোনের সুইচ বন্ধ থাকায় আর যোগাযোগ করা যায়নি। দীর্ঘ রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বা কোনো যোগাযোগ সম্ভবপর না হওয়ায় পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়। এই ঘটনায় গোটা নন্দী পরিবারে তীব্র আতংকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে বর্ধমানের ব্যবসায়িক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
কলকাতার একবালপুর থেকে বর্ধমানের ব্যবসায়ী অপহরণ ঘিরে চাঞ্চল্য
RELATED ARTICLES