নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সিবিআই, ইডিকে বিজেপি তৈরি করেনি,এরা স্বতন্ত্র সংস্থা। বিজেপি ক্ষমতায় আসার আগেও এরা কাজ করতো, দেশের বিভিন্ন জায়গায় এরা তদন্ত চালিয়েছে। সেই মত এখানেও কাজ করছে। এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই। রবিবার পূর্ব বর্ধমানের রায়নাতে এসে একথা জানালেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। মন্ত্রী ববি হাকিম, বিধায়ক মদন মিত্র সহ রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়েছে ইডি ও সিবিআই। মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, তদন্তকারীরা স্বতন্ত্র সংস্থা। এদিন তিনি আরও বলেন, এরাজ্যে একশো দিনের কাজ দেখতে কেন্দ্রীয় দল এসেছিল। তারা এসে অনেক গড়মিল পেয়েছিল। রাজ্যকে সেই গড়মিলের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছিল এবং কাজের হিসাব দিতে বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র চিঠি আর বৈঠক করেছে কিন্তু হিসাব দেয়নি। হিসাব না দিলে কেন্দ্র কিভাবে টাকা দেবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার দুই লক্ষ পাঁচ হাজার তিনশো একচল্লিশ কোটি টাকা বিভিন্ন খাতে এরাজ্যকে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার গত তিন বছর ধরে সেই টাকার কোন হিসাব দিচ্ছে না। কেন্দ্র টাকা দেওয়ার জন্য প্রস্তুত, শুধু এরাজ্যই নয় অন্যান্য যে সমস্ত রাজ্য হিসাব দেয়নি তাদেরও টাকা আটকে আছে। কেন্দ্রর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ আনা হচ্ছে। মন্ত্রী পঙ্কজ চৌধুরী রায়নায় দলীয় বৈঠকে যোগ দিতে আসেন। দলীয় বৈঠক শেষে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটা সুবলদহ গ্রামে যান মন্ত্রী।
সিবিআই,ইডিকে বিজেপি তৈরি করেনি,এরা স্বতন্ত্র সংস্থা,দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
RELATED ARTICLES