বেবি চক্রবর্ত্তী,কলকাতা,৪ সেপ্টেম্বরঃ শিক্ষা দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বুধবার তলব করল ইডি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে আসেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের ডায়েরিতে যে ১০০ জনের বেশি নাম রয়েছে তার মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম রয়েছে। যদিও আগে ইডির তরফ থেকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা, একটি মোবাইল ফোন, বেশ কিছু ব্যাংকের নথি ও অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই জন্যই রাজ্যের কারা মন্ত্রীকে ইডির দপ্তরে ডাকা হয়েছিল। ইডির সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যোগ থাকায় তাঁর নাম উঠে এসেছে। যে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ফোনটি এতদিন লক অবস্থায় ছিল। এদিন সেই মোবাইল ফোন আনলক করা হয়। সেই ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি সহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথোপকথন রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করেছেন ইডির কর্মকর্তারা। সূত্রের খবর, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনার সাথে মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের কি সম্পর্ক ছিল তাও জানার চেষ্টা হবে। এমনকি নিয়োগ দুর্নীতি মামলার সাথে কিভাবে তিনি যুক্ত হলেন সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। আজ তার বয়ান রেকর্ড করা হবে। প্রসঙ্গত এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেপ্তার করে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজির কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা
RELATED ARTICLES