নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,১৪ নভেম্বরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও নানা কর্মসূচীর মাধ্যমে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরুর জন্ম দিবস পালিত হয়। এই দিনটি সারা দেশে শিশু দিবস হিসেবে উদযাপিত হয়। জহরলাল নেহরুকে শিশুরা চাচা নেহেরু বলে সম্মান জানায় কারন নেহরু শিশুদের খুব ভালোবাসতেন। তিনি বলতেন, আমি সর্বদা অনুভব করছি যে আজকের শিশুরা ভারতকে তৈরি করবে। আমরা যেভাবে তাদের লালন পালন করব তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শিশুদের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসাকে স্মরণ করে প্রতি বছর ১৪ নভেম্বর শিশু দিবস পালিত হয়। ১৯৫৪ সালে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হয়। ভারতবর্ষেও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হতো। কিন্তু,১৯৬৪ সালের ২৭ মে পন্ডিত জহরলাল নেহরুর মৃত্যুর পর শিশুপ্রেমী পন্ডিত নেহরুর প্রতি সম্মান জানাতে ওই বছরেই ১৪ নভেম্বর তার জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতি বছর এই দিনটি আমাদের দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আজ নন কোম্পানি বিক্রিয়েশন ক্লাবের শিশু ফুটবল একাডেমীর পক্ষ থেকে সিটি সেন্টারের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু দিবস পালন করা হয়। প্রায় দেড়শ শিশু এই অনুঠানে অংশ নেয়। এছাড়া একটি প্রীতিমূলক ফুটবল খেলারও আয়োজন করা হয়েছিল। ক্লাবের ক্রীড়া সচিব সঞ্জয় মন্ডল,শিবাজী ঘোষ,সমিত সরকার,বিশ্বজিৎ দেবনাথ সহ ক্লাবের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা জানান, শিশু দিবসে আমাদের সবার অঙ্গীকার আমাদের ক্লাবের ছত্রছায়ায় শিশু মননের বিকাশে একটি আদর্শ শিশু অঙ্গন তৈরী করা। এছাড়াও দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন শিশু প্রতিষ্ঠান বলাকা মণিমেলা ইস্পাত নগরীর এডিসন রোডে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। শিশুরা এদিন বিভিন্ন ধরণের অনুষ্ঠানে অংশ নেয়।
অন্যদিকে,ইস্পাতনগরী দুর্গাপুরেও একাধিক অনুষ্ঠান হয়। জহরলাল নেহরু মেমোরিয়াল সোসাইটির সভাপতি ও সমাজসেবী দেবেশ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুর হাউস সংলগ্ন রোটারিস্থিত নেহরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। “জাতীয় শিশু দিবস” হিসাবে হোপ স্কুলের বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা সিনথেসাইজার বাজিয়ে নাচ গান করে অনুষ্ঠানটিকে মনোজ্ঞ করে তোলে। সোসাইটির তরফ থেকে তাদের হাতে মিষ্টান্ন সহ বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট বিট্টু ভৌমিক ও বিশ্বজিৎ ঘোষ, হোপ স্কুলের অধ্যক্ষা মতলবা বেগম, প্রবীণ সমাজসেবী সুদেব রায় সহ সোসাইটির কর্মী ও সাধারণ মানুষ। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর ১৩৫ তম জন্মদিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়।