কলকাতা,৪ ডিসেম্বরঃ সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। তুলনামূলকভাবে ভাবে অনেক কম গুরুত্বপূর্ণ পদ তাঁকে দেওয়া হয়েছে।এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে।তবে রাজশেখরনের পরিবর্তে কাকে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে, তা এখনও জানায় নি নবান্ন। যদিও নবান্ন সূত্রে জানানো হয়েছে, এটা রুটিন রদবদল।বুধবার নবান্নের তরফে এই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হয়। রাজশেখরনকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানোর পাশাপাশি, আইপিএস অফিসার আর শিবকুমার,যিনি এডিজি (পলিসি) ছিলেন, তাঁর জায়গায় আনা হয়েছে দময়ন্তীকে। রাজীব মিশ্র, যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন, তাঁকে এডিজি (মডার্নাইজেশন) করা হয়েছে। প্রসঙ্গত,এই ধরনের একটি পরিবর্তন যে হতে চলেছে সেটা আগেই জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কারন,গত ২১ নভেম্বর নবান্নে মুখ্যমন্ত্রী যখন সিআইডিতে রদবদল ঘটানোর ঘোষণা করেন, সেই সময় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মমতা। সিআইডির খোলনলচে বদলে দেবেন বলেও জানিয়েছিলেন। অতএব এই রদবদল তারই ফল। তবে কাকে এখন রাজশেখরনের পরিবর্তে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে,সেটাই এখন দেখার।
সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে,পরিবর্তে কে?
RELATED ARTICLES