সংবাদদাতা,দুর্গাপুর,২৪ নভেম্বরঃ বিগত বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর মহকুমার সবকটি ব্লাড সেন্টারে রক্তের অভাব দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় রক্তের ভান্ডার যথেষ্ঠ নয় বলে জানা গেছে। এই পরিপ্রেক্ষিতে রক্তের কিছুটা ঘাটতি মেটানোর লক্ষ্যে এদিন দুর্গাপুর মহকুমার দুটি পৃথক জায়গায় দুটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রথম শিবিরটি ছিল বামুনাড়া হাটতলায়। এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বামুনাড়া শাখার উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে মোট ২১ জন যুবকযুবতী রক্তদান করেছেন। এদের মধ্যে ৬ জন মহিলা। দুর্গাপুর প্রেরণার স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন এবং রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। অন্য শিবিরটি ছিল দুর্গাপুর কেমিকেলস টাউনশিপের ব্রতী সংঘে। প্রয়াত অজয় বোস ও সুবল চন্দ্র গাতাইত এর স্মরণে ব্রতী সংঘের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ক্লাব ঘরে আয়োজিত রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পরশমনি শাখার স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার ও বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার উভয়ে ১৪ ইউনিট করে রক্ত সংগ্রহ করেছে। পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে সভাপতি আয়ূব আনসারী রক্তের অভাব দূর করার জন্য আয়োজক সংগঠনগুলিকে অভিনন্দন জানিয়েছেন।
রক্তের হাহাকার মেটাতে জরুরী ভিত্তিতে রক্তদান শিবির
RELATED ARTICLES