সংবাদদাতা, দুর্গাপুর : শুক্রবার সন্ধ্যায় খান্দরা গ্রাম সর্বজনীন পুজো মণ্ডপের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন উখড়া পুলিশ ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা সহ অন্যরা। পুজো উদ্যোক্তাদের পক্ষে সব্যসাচী সাধু জানান পুজোটি পড়ল এবার চতুর্থ বর্ষে। দুঃস্থদের এদিন বস্ত্র উপহার দেওয়া হয়। অন্যদিকে আজ শনিবার পাণ্ডবেশ্বর ব্লক ও পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লকের ৫৩টি পূজো মন্ডপের মধ্যে চারটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। সেরা প্রতিমা জন্য পুরস্কার পাই বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল মাতৃভবন পুজো কমিটি। জনসচেতনতা প্রচারে নবগ্রাম সর্বজনীন দুর্গাপূজো কমিটি, সেরা মন্ডপ পাণ্ডবেশ্বর এর নামুপাড়া আদিবাসী বৃন্দ কমিটি ও সেরা পুজো পরিমণ্ডলের জন্য বহুলা পঞ্চায়েতের ইয়ং অ্যাসোসিয়েশন পূজো কমিটিকে পুরস্কৃত করা হয়।
বস্ত্র বিতরণ, সেরা পুজো কমিটিকে পুরস্কার প্রদান
RELATED ARTICLES