Tuesday, November 12, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবন্ধ থাকা ইসিএলের আবাসনে আগুন

বন্ধ থাকা ইসিএলের আবাসনে আগুন

সার্থক কুমার দে,অন্ডালঃ রবিবার অষ্টমীর দিন ইসিএল আবাসনে হটাৎ অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো অন্ডালের ময়রা কোলিয়ারি এলাকায়। পড়াশকোল ওয়েস্ট কোলিয়ারির সার্ভে ডিপার্টমেন্টে কর্মরত ইসিএল কর্মী রবীন চক্রবর্তী, তিনি ময়রা কোলিয়ারির ইসিএল আবাসনে থাকেন। তিনি জানান, দেশের  বাড়ি পুরুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে গিয়েছিলেন। রবিবার সকাল বেলা ফোনে খবর পান তার আবাসনের ভেতর  থেকে ধোঁয়া বের হচ্ছে। কোলিয়ারি সংলগ্ন তার শ্বশুরবাড়িতে আবাসনের চাবি ছিল। সেখানে খবর দিলে শ্বশুর বাড়ির লোকজন এবং পাড়ার লোকজনের বাড়ির দরজা ভেঙ্গে আগুন নেভাবার চেষ্টা  করে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির প্রায় সমস্ত আসবাব এবং দরকারী কাগজপত্র বলে জানান রবীন বাবু। স্থানীয়দের প্রচেষ্টাতেই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। রবীন বাবু জানান দুর্গাপূজার দিন এই ঘটনায় তিনি মর্মাহত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments