নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ধর্মের জন্য ছুটি কিন্তু নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার বর্ধমানের গোদার মাঠে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের প্রশাসনিক সভা করেন তিনি। খারাপ আবহাওয়ার জন্য এদিন কপ্টারে না গিয়ে সড়কপথে ফেরেন তিনি। এদিন তিনি যা বলেন,এত সামাজিক সংস্কার,উন্নয়ন গোটা বিশ্বে কেউ করেনি। এই সভার পর আরো সাড়ে পাঁচ লক্ষ লোক পরিষেবা পাবেন। ৪২ টি বিশ্ববিদ্যালয় হয়েছে। ৪৩ টি মাল্টি স্পেশালিটি হাসপাতালের কাজ হয়েছে। পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হবে না। তাদের জন্য বোর্ড গড়া হয়েছে। ঘরে ঘরে জল প্রকল্পের ৭৫ ভাগ টাকা আমরা দিই। হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। রোজ টিভিতে মিথ্যা কথা বলে। ২২-২৩ সালে একশো দিনের কাজ প্রকল্পে এক পয়সাও দেয়নি। আমরা ৪০ দিনের কাজ দিয়েছি। রেশনের চালের ব্যাগে ছবি দিচ্ছে। আমরা ছবি দেব না বলে দিয়েছি। ওরা ভোটে নয় কোর্টে চলে যায়। আদালতকে বলব,নতুনদের নিয়োগ করতে দিন। এদিন তিনি আরো বলেন,আমাদের মতো এতো মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। ১৩ লক্ষ মহিলা নতুন করে লক্ষীর ভান্ডার পাবে। কেন্দ্রীয় সরকার ঠুটো জগন্নাথ এখান থেকে জি এস টি ট্যাক্স এ আমাদের টাকা নিয়ে যাচ্ছে। ইলেকশনের আগে গ্যাসের দাম কমাবে পরে আবার বাড়াবে। টেলিভিশনে ভাল করে সেজেগুজে বসে। জিনিসের দাম বাড়লে কোথায় থাকো? একশো দিনের কাজে সাত হাজার কোটি বাকি। দেউচা পাচামীতে অনেক কাজ হবে। পানাগড়েও হবে। ১০৮২ টি প্রকল্পের উদ্বোধন করবো পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ডানকুনি থেকে বর্ধমান হয়ে বাঁকুড়া থেকে পুরুলিয়া পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি হবে। ক্ষুদ্রশিল্পে দেড় কোটি ছেলেমেয়েদের কাজ হয়েছে। আমরা স্কুলে নিয়োগ করবো। সিপিএম বিজেপি কোর্ট কেস করে আটকে রেখেছে। কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায়। আদালতের কাছে অনুরোধ নতুন ভ্যাকান্সিগুলিতে যাতে নিয়োগ করা যায়। কেউ টাকা চাইলে গালে একটা থাপ্পড় দিয়ে দিন,থানায় ডায়রি করুন। তিনি বলেন,বাংলার মণিষীদের অপমান করা হলে আমরা রুখে দাঁড়াবো।
আমাদের মতো এতো মানবিক উন্নয়ন পৃথিবীতে কেউ করতে পারেনি,বর্ধমানে দাবি মমতার
RELATED ARTICLES