Thursday, October 31, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘ইডির বাজেয়াপ্ত টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার’ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে দুর্গাপুরে আদর্শ...

‘ইডির বাজেয়াপ্ত টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার’ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে দুর্গাপুরে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন মীনাক্ষী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ ‘ইডির বাজেয়াপ্ত টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে’, নরেন্দ্র মোদিকে আক্রমণে মীনাক্ষী। নির্বাচন কমিশনের কাছে যাবো তাঁর আগে আমরা মানুষের কাছে যাব। জবাব দেবে মানুষই। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড়ে সিপিএমের নির্বাচনী জনসভায় যোগ দেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল, রাজ্যের ডিওয়াই এফ আই এর সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার, দুর্গাপুরের প্রবীন বামনেতা বিনয় চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী,প্রাক্তন মেয়র রথীন রায় সহ কয়েকশো বাম কর্মী সমর্থক। বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন, রাষ্ট্রায়াত্ত কলকারখানা বাঁচানোর লড়াই, গরিব মানুষের কর্মসংস্থানের লড়াই, কৃষক খেত মজুদদের পাশে থাকার লড়াই। তিনি মানুষের পাশে থাকবেন প্রতি মুহূর্তে। কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী বলেন,”তাঁদের লড়াই শিল্পাঞ্চল বাঁচানোর লড়াই। শিল্পাঞ্চলের মানুষদের অধিকার রক্ষার লড়াই।”আর মীনাক্ষী মুখার্জী কেন্দ্রকে আক্রমণ করে বলেন,”ভোটের আগে কি কলকারখানা শ্রমিক মজুদদের কথা বলছে তৃণমূল বিজেপি। এই প্রশ্ন তুলে বলেন, এই কথা যদি ওরা না বলে তাহলে ওদের বয়কট করুন আর লালঝাণ্ডার পাশে আসুন। রাজ্যের একজন সাংসদও সংসদে গিয়ে গরিব মানুষের কথা তুলে ধরছেন না। ভাইপোকে বাঁচানোর জন্য কেন্দ্রের অনৈতিক সিদ্ধান্তের পথে পা বাড়াচ্ছে রাজ্য। বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরের মানুষের কথা কোনদিনই তুলে ধরেনি সংসদে। এখন আবার মেদিনীপুর থেকে উড়ে এসে জুড়ে বসেছে বিজেপির প্রার্থী। তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে বলে তীব্র কটাক্ষ করেন। সেই জন্যই সংসদে দরকার লাল ঝাণ্ডার প্রতিনিধি। যারা গরিব মানুষের কথা তুলবে। শ্রমিকদের বাঁচানোর দাবি তুলবেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments