Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ"অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলেছে কংগ্রেস" তোপ নরেনের

“অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলেছে কংগ্রেস” তোপ নরেনের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ মার্চ: “অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলেছে কংগ্রেস। ওই তালা না খুললে সেখানে রাম মন্দির হতো না। আর সেখানে বিজেপি ভারতবাসীকে বিভ্রান্ত করে রাম মন্দির করেছে।” এই ভাবেই কয়েক দশক আগের বিতর্ক উস্কে কংগ্রেসকে নিশানা করে তোপ দাগলেন সর্ব ভারতীয় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে টেনে তিনি বলেন, সেই কংগ্রেসের সঙ্গে জোট নয়, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে বাম ফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক। ট্র্যাডিশনাল মেনেই এক সময়ের গড় পুরুলিয়া কেন্দ্র কংগ্রেসকে সুবিধা পেতে দেবে না ফরওয়ার্ড ব্লক। আজ পুরুলিয়া শহরে দলের জেলা কার্যালয়ে সর্ব ভারতীয় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করেন। একই সঙ্গে কংগ্রেসের প্রতি জমে থাকা ক্ষোভ উগরে দেন তিনি। ভোটে সুবিধাবাদি দল বলেও তোপ দাগেন তিনি। এক পাশে মনোনীত প্রার্থী ধীরেন্দ্র নাথ মাহাতো, রাজ্য ও জেলার পদাধিকারীদের নিয়ে তিনি বলেন, এর আগে আমরা কংগ্রেস সমর্থন করে ভোট বাক্স ভরিয়ে ছিলাম। কিন্তু কংগ্রেস তাদের ভোট আমাদের পক্ষে ঘোরাতে পারে নি। নরেন বাবু আরও বলেন, রাজ্যে পুরুলিয়া ছাড়াও আরও দুটি আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক। প্রার্থী ঘোষণা করবেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফরওয়ার্ড ব্লক তাদের তিনটি কেন্দ্রের নাম পাঠিয়ে দিয়েছে। সিপিআইএমের নাম না করে তাদের উদ্দেশ্যে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন বলেন, ফ্রন্টের নীতি আদর্শ মেনে অন্য শরিকদেরও চলা উচিৎ। তিনি আশা প্রকাশ করে বলেন, বামেরা অটুট থেকে লড়াই করবে।
বিজেপি – তৃণমূল নিয়ে চায়ের দোকানে ঝড় উঠছে প্রতিদিন। এখন এই বাজারে নতুন বিষয় নিয়েও চর্চা কম হচ্ছে না। খোদ বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরাও নিজেদের আলোচনায় এই রাজ্যে বাম কংগ্রেসের জোট নিয়ে চর্চা চালাচ্ছেন। হবে না কেন? পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাম শরিক ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন, ছোট ছোট সাংগঠনিক বৈঠক, প্রচার শুরু করে দিয়েছে। প্রাক্তন বিধায়ক অভিজ্ঞ ধীরেন্দ্র নাথ মাহাতো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবার। কংগ্রেসের নেপাল মাহাতো প্রার্থী ঘোষণা হয়েছে। জোটের কথা নেপালের মুখে থাকলেও আশায় জল ঢেলে দিয়েছে পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments