নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর, ২৯ আগষ্ট: গতকাল ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং দলের পার্টি অফিসে বোমাবাজির ঘটনার প্রতিবাদে আজ মিছিল করে সিপিএম। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি এবং তাদের মিছিলে হামলা করার অভিযোগ তুলে এবং একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি নিয়ে এই মিছিলে যোগ দিয়ে ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। মিছিলটি এদিন বিকেলের দিকে গান্ধী মোড় থেকে বের হয়। তাদের গন্তব্য ছিল মহকুমা প্রশাসন ভবন। কিন্তু পুরসভা ভবনের অনেক আগেই বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। অবশেষে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী ও নেতারা। সেখানেই মীনাক্ষী মুখোপাধ্যায় তীব্র ভাষায় তাদের মিছিলের ওপর হামলা ও বোমাবাজির নিন্দা করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে পরিস্থিতি শান্ত রাখে বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন,দলীয় কর্মীদের ওপর নৃশংস ভাবে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আবার শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। এব্যাপারে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ মিছিল করতে না দেওয়ায় কর্মী ও নেতারা এরপর পায়ে হেঁটেই দলের পার্টি অফিস বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনে গিয়ে জড়ো হয়ে সেখানে গতকালের বোমাবাজির প্রতিবাদ জানান দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান।
বোমাবাজির ঘটনার প্রতিবাদে সিপিএমের মিছিল মাঝ রাস্তায় আটকে দিল পুলিশ
RELATED ARTICLES