Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গডিওয়াইএফআইয়ের মিছিলে ও সিটি সেন্টারে সিপিএম পার্টি অফিসে বোমা নিক্ষেপের ঘটনায় উত্তেজনা

ডিওয়াইএফআইয়ের মিছিলে ও সিটি সেন্টারে সিপিএম পার্টি অফিসে বোমা নিক্ষেপের ঘটনায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২৮ আগস্টঃ বিজেপির ডাকা বাংলা বনধ ঘিরে আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুরের একাধিক এলাকা। এদিন বিকেলের দিকে আর জি কর কান্ডে বিচারের দাবি নিয়ে মিছিল করেছিল ডিওয়াইএফআই। তাদের মিছিল সিটি সেন্টারে পুরসভা ভবনের কাছে পৌঁছতেই তাদের বাধা দেয় তৃণমূলের কিছু কর্মী। তারপরেই সেখানে পর পর কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। মূহূর্তে আতঙ্কের পরিবেশ তৈরী হয়। মিছিলে থাকা মহিলারা এদিক ওদিক নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে ছোটাছুটি শুরু করে।ডিওয়াইএফআই কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুর পুরসভা মোড়। শুধু এখানেই নয়,একটু পরেই সিটি সেন্টারের সিপিএমের পার্টি অফিস বিমল দাশগুপ্ত ভবনেও দফায় দফায় বোমা ছোড়া হয়। সেখানে থাকা একাধিক বাইক ভাঙচুর করা হয়। আক্রমনকারীদের বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন সিপিএম নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। তার অভিযোগ, “শান্তিপূর্ণভাবেই ডিওয়াইএফআইয়ের মিছিল চলছিল। কিন্তু,দুর্গাপুর পুরসভার কাছে আসতেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। জেলা কমিটির সদস্য স্বপন মাতা সহ ২১ জন আহত হয়েছে। আমাদের বিমল দাশগুপ্ত ভবনে বোমা ছোড়া হয়েছে। ভেঙে দেওয়া দেওয়া হয়েছে বেশ কিছু বাইক”। তিনি এই চরম অরাজকতার নিন্দার পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন। তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করে বলেছেন, “ডিওয়াইএফআইয়ের সঙ্গে বিজেপি মিলে গিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের ১০ জন কর্মী আহত হয়েছে”। সিপিএম থেকে সদ্য তৃণমূলে আসা এই নেতার আরও দাবি, “সংঘর্ষ হলে তো আহত হবেই”। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অবস্থা নিয়ন্ত্রনে আনে।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments