নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের বাস্তবিক রূপায়ন করতে আচমকা গলসির বিভিন্ন ব্যাঙ্কে অভিযান করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি। তিনি বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে কথা বলেন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে। পরে ব্যাঙ্ক ম্যানজারদের কাছে গিয়ে আবদেনকারীদের লোনের খুঁটিনাটি বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি জেলা শাসক আবেদনকারীদের লোন আজকের মধ্যেই অনুমোদনের নির্দেশ দেন। এখানে উল্লেখ্য মাস খানেক আগে দুয়ারে সরকার প্রকল্পে ভবিষ্যৎ কেডিট কার্ডে আবেদন করেছেন গলসি ১ নম্বর ব্লকের ২৬০ জন ২ নম্বর ব্লকের ১২০৯ জন উপভোক্তা। কিন্তু মাসের পর মাস গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত কেউ লোন পায়নি বলে অভিযোগ। লোনের দাবীতে প্লাকার্ড হাতে ব্যাংকে জড়ো হন গলসির ১ ও ২ নম্বর ব্লকের বহু আবেদনকারী। তাদের দাবী কাগজপত্র ঠিক থাকলেও লোন দিচ্ছে না ব্যাঙ্ক। তবে তাদের আশ্বস্ত করেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, বহু আবেদনকারীদের সব তথ্য সঠিক থাকলেও ট্রেড লাইসেন্স নেই। যার জন্যই লোন দিতে ব্যাংকের সমস্যা হচ্ছে। জেলা শাসকের পাশাপাশি দ্রুত লোন পাইয়ে দিতে উদ্দ্যোগ নিয়েছে ব্লক প্রশাসনও। গলসি ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন ব্যাংকের ভিতরে টেবিল বসিয়ে ট্রেড লাইসেন্স করতে উদ্দ্যোগ নিয়েছেন।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের পরিস্থিতি দেখতে ব্যাঙ্কে অভিযান জেলা শাসকের
RELATED ARTICLES