Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গলাভজনক বেসরকারি তাঁতহাট বন্ধ করে দিল পুরসভা,বিতর্ক

লাভজনক বেসরকারি তাঁতহাট বন্ধ করে দিল পুরসভা,বিতর্ক

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁতহাট বন্ধ করা হল। স্বয়ং পুরপ্রধান পরেশ সরকারের নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা এতে অংশ নেন। পুরপ্রধান জানিয়েছেন, এখানে একটা দমবন্ধ পরিস্থিতি চলছে। হাজার হাজার লোক ঢুকিয়ে কেনাকাটা চলছে। যে কোনো সময় ঘোরতর বিপদ ঘটতে পারে। এছাড়াও হাঁট কতৃপক্ষের কাছে পুরসভার ৩২ লক্ষ টাকা বকেয়া রয়েছে। সোমবার সব নথিপত্র নিয়ে তাদের দেখা করতে বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে এই হাট। অন্যদিকে ব্যবসাদারদের পক্ষে নেপাল কংসবণিক জানান, পুরসভা হঠাৎ করে বিশগুণ বেশি টাকা চেয়েছে। পুজোর আগে এই সিদ্ধান্তে ব্যবসার চরম ক্ষতি হবে। সাধারণ মানুষ ন্যায্য দামে ভাল জিনিস কিনতে পারবেন না।প্রায় একদশকের বেশি আগে পারবীরহাটার জমজমাট এলাকায় এই হাট চালু হয়। সমুদ্রগড় সহ জেলার নানা এলাকার রং বাহারি তাঁতবস্ত্র এখানে পাওয়া যায়। বাজারের চেয়ে এখানে দাম অনেকটাই কম থাকে। তাই ক্রেতাদের কাছে এটা বড় আকর্ষণ। বছরভর বিক্রির পাশাপাশি পুজোর সময় এখানে ভিড় বাড়ে। নেপালবাবু জানান,তাদের দিক থেকে সব ঠিক আছে। তাই সোমবার কাগজপত্র নিয়ে তারা পুরসভায় দেখা করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments