সংবাদদাতা,অন্ডালঃ উখড়া স্কুল মাঠে রবিবার উখরা গেমস এন্ড কালচার অ্যাসোসিয়েশন পরিচালিত নক আউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রাঁচির আরপিসিএ একাডেমি দলকে ৫২ রানে হারিয়ে জয়ী হলো ইস্টার্ন রেল (আসানসোল)। টসে জিতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ইস্টার্ন রেল। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৬ রান করে আরপিসিএ একাডেমি দল। এদিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জয়ী দলের নিরঞ্জন রাউত। তিনি ৫ ওভারে মাত্র দু’রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন।
দ্বিতীয় ম্যাচে জয়ী হলো ইস্টার্ন রেল
RELATED ARTICLES