Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবর্ধমানে পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

বর্ধমানে পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ রবিবার ভোর রাতে আউশগ্রামের ছোড়া কলোনীর কারগিলপাড়ায় সুশান্ত বিশ্বাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে  হানা দেয় ১৪ – ১৫ জনের সশস্ত্র ডাকাতদল। বারান্দায় তালা ভেঙে ঢোকার পর প্রথমে দরজা ঠকঠক করে। সুশান্তবাবু দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে মুখঢাকা দুস্কৃতীরা। লুটপাঠ চালায়। বাধা দিতে গেলে সুশান্ত বিশ্বাসকে মারধর করে। লুঠ করা হয়েছে নগদ ৭০ হাজার টাকা,তিন ভরি সোনার গহনা। পাশাপাশি চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশী এক যুবক নরোত্তম বিশ্বাস বাড়ি থেকে বেড়িয়ে যান। নরোত্তম দুস্কৃতীদের সামনে পড়ে যেতেই তাকে এলোপাথাড়ি ভোজালির কোপ মারা হয়। তারপর দুস্কৃতীরা মাঠে সেচখালের বাঁধের রাস্তা ধরে চম্পট দেয়। দু’সপ্তাহ আগেও আউশগ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। পরিবারের লোকজনদের বেঁধে রেখে কয়েক লক্ষ টাকার গহনা ও বিদেশী মুদ্রা লুঠ করে ডাকাতদল। সেই ঘটনার কিনারা এখনও হয়নি। তার মধ্যেই ফের ডাকাতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জখম নরোত্তম বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই এলাকায় যান জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান ঘটনার তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments