Thursday, November 21, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘ডানা’র বিপদ এড়াতে বহু দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল

‘ডানা’র বিপদ এড়াতে বহু দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল

কলকাতা,২৩ অক্টোবরঃ  ঘূর্ণিঝড় ডানা’র বিপদ এড়াতে পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত আর কোন লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে নামখানা,হাসনাবাদ থেকেও কোন ট্রেন রওনা দেবে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, “ঝড়ের দাপট চলাকালীন ট্র্যাকে যাতে কোন ট্রেন না থাকে তার জন্য এই ব্যবস্থা। সাধারণ মানুষের সুরক্ষাই প্রধান লক্ষ্য”। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালে ‘ডানা’ পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। এই আশঙ্কায় পুরীগামী সব ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ ভারতে যাতায়াতকারী প্রায় সব ট্রেনেই এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে, পুরীগামী বন্দে ভারত সহ হাওড়া,শালিমার এবং সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি ডাউনে যে ট্রেনগুলি আসবে তার মধ্যেও ৯৩টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে একাধিক সুপারফাস্ট ট্রেন রয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ডানা। যার দাপটে তছনছের আশঙ্কা রয়েছে বাংলা এবং উড়িষ্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সাগরদ্বীপ ও পুরীর মধ্যে আছড়ে পড়বে ডানা। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক এলাকায় শুরু হয়ে গেছে দুর্যোগ। আশঙ্কায় ইতিমধ্যেই প্রশাসনও কোমর বেঁধেছে। দুই রাজ্যেই দুই শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, লক্ষীকান্তপুর – নামখানা, শিয়ালদা – লক্ষীকান্তপুর, শিয়ালদা – ডায়মন্ড হারবার, শিয়ালদা – বারুইপুর,শিয়ালদা -সোনারপুর, শিয়ালদা – বারাসাত হাসনাবাদ লোকাল,শিয়ালদা – ক্যানিং, শিয়ালদহ – বজবজ, হাওড়া – ব্যান্ডেল লোকাল,ব্যান্ডেল – হাওড়া লোকালের মত একাধিক হাওড়া ও শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সূত্রের খবর শুক্রবার পরিস্থিতি দেখে একাধিক ট্রেন বাতিল হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments