নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ একই দিনে বাঁকুড়ায় দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হল দুজনের। গতকাল দুপুরে ওন্দা থানার ব্রাহ্মণডিহা গ্রাম সংলগ্ন দারকেশ্বর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় আকাশ পাল নামে এক কিশোরের। অন্যদিকে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায় একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় পরেশ দাস নামের এক যুবকের। দুটি ক্ষেত্রেই বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে গ্রাম লাগোয়া দারকেশ্বর নদে স্নান করতে যায় বাঁকুড়ার ওন্দা ব্লকের ব্রাহ্মণডিহা গ্রামের বছর সতেরোর আকাশ পাল। নদীতে স্নান করার সময় আচমকাই ওই কিশোর জলে তলিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরা ও পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীর জলে তল্লাশি চালাতে শুরু করে। সন্ধ্যার ঠিক মুখে দারকেশ্বর নদের জল থেকে আকাশ পাল এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে রবিবার বিকালে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায় এসবিএসটিসি ডিপোর পাশে থাকা একটি পুকুরে স্নান করতে যান বাঁকুড়া শহরের সারদাপল্লি এলাকার বছর ২২ এর বাসিন্দা পরেশ দাস। জলে তলিয়ে গেলে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। পুকুরের জল তোলপাড় করে তল্লাশি চালিয়ে রাতেই পরেশ দাস এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুটি ক্ষেত্রেই মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দুটি মৃতদেহই ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
একই দিনে দুটি পৃথক ঘটনায় বাঁকুড়ায় জলে ডুবে মৃত দুই
RELATED ARTICLES