Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু,মৃতদেহ রাস্তায় ফেলে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ

দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু,মৃতদেহ রাস্তায় ফেলে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মাঠ থেকে সবজি তুলে সাইকেলে চাপিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বিকনা কর্মতীর্থের সামনে। মৃতের নাম গৌতম সিংহ। বাড়ি স্থানীয় কুড়ারিয়া গ্রামে।  ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে প্রায় দেড় ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো সোমবার ভোরে মাঠ থেকে সবজি তুলে সাইকেলে করে সেই সবজি বাঁকুড়া শহরের বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন কুড়ারিয়া গ্রামের গৌতম সিংহ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে বিকনা কর্মতীর্থের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ওই গাড়ির চাকায়  তাঁর মাথা ও পা পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই ঘাতক গাড়িটি চম্পট দেয়। ঘটনার সময় কাছাকাছি কেউ না থাকায় গাড়িটি চিহ্নিত করা যায়নি। পরে স্থানীয়রা রাস্তার উপর গৌতম সিংহর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দেন। খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ রাস্তায় ফেলে শুরু হয় পথ অবরোধ।  এলাকাবাসীর দাবী একদিকে রাস্তার বেহাল দশা আর অন্যদিকে পুলিশের নজরদারীর অভাবে যানবাহনের বেপরোয়া গতির কারনেই বারংবার এমন দুর্ঘটনা ঘটছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments