সংবাদদাতা,দুর্গাপুর,১৭ মেঃ দামোদরে স্নান করতে নেমে জলে ডুবে গিয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। মাত্র ৬দিন আগেই অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের বাউরি পাড়া সংলগ্ন দামোদর ঘাটে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয় ১৯ বছরের মোহাম্মদ আনসারের। তারপর শনিবার আবারও দামোদরের জলে স্নান করতে নেমে মৃত্যু হল রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং নামে বছর ২১ এর দুই যুবকের। জানা গেছে এরা দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন এরা মোট পাঁচ জন অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুঠিরডাঙ্গা ঘাটে আসে। বেলা একটা নাগাদ দামোদরে স্নান করতে নামে রাজেশ ও সোমনাথ। বাকিরা ঘাটে বসেছিল। স্নান করতে গিয়ে হঠাৎই পা-হড়কে জলে তলিয়ে যায় রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং। দু’জনকে তলিয়ে যেতে দেখে ঘাটে বসে থাকা তিন বন্ধু চিৎকার করতে থাকলে স্থানীয়রা সেখানে ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জলে নেমে শুরু করে উদ্ধার কাজ। উদ্ধারকারীরা নদীর জলে নেমে প্রথমে সোমনাথকে উদ্ধার করে। কিছুক্ষণ পর রাজেশকেও উদ্ধার করা হয়। দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। একটি সূত্রে জানা যায়,এরা জলে নেমে ফোসবুকের জন্য রিলস করছিল। সেই সময় বেসামাল হয়ে পড়ে যায় জলে। যদিও রিলসের কথা মানতে চায়নি মৃত দুই যুবকের বন্ধুরা। কিন্তু বারবার এভাবে দামোদরে স্নান করতে নেমে মৃত্যুর ঘটনা রীতিমতো আতঙ্কের সঞ্চার করেছে। স্থানীয়দের দাবি,এবিষয়ে প্রশাসনকে আরও সচেতন হতে হবে। কেন এভাবে জলে তলিয়ে গিয়ে মৃত্যু ঘটছে তা ভেবে দেখা দরকার বলেও দাবি করেছেন অনেকে।
ফের দামোদরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই যুবকের
RELATED ARTICLES