দুর্গাপুর,১৭ মেঃ পহেলগাওয়ে জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্থানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেই “অপারেশন সিন্দুর” এর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী সেনানী কর্নেল সোফিয়া কুরেশীকে জঘন্যতম ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। তার এই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্কের সঞ্চার হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে বিজয় শাহকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া কর্মসূচী অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে শুক্রবার ও শনিবার দুর্গাপুর থানা,এনটিএস থানা,কোকওভেন থানা, কাঁকসা থানা, অন্ডাল থানা, জামুড়িয়া থানা,আসানসোল থানা,কুলটি থানায় বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে এইআইআর দায়ের করা হয়। বিভিন্ন থানায় এই কর্মসূচিগুলিতে বিভিন্ন ব্লকের কংগ্রেস সভাপতিরা ও জেলার অন্যান্য নেতৃত্ব-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে সব থানায় কংগ্রেসের এফআইআর
RELATED ARTICLES