সাথী প্রামানিক,পুরুলিয়া,৮ জানুয়ারিঃ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের উদ্দেশ্যে মিছিল ও করে স্মারকলিপি দিল সারা বাংলা লোক শিল্পী সংসদ। সোমবার, পুরুলিয়া শহরের রাঁচি রোডে সংগঠনের জেলা সদস্যরা জমায়েত হন। সেখান থেকেই মিছিল শুরু করেন তাঁরা। জেলার লোক সংস্কৃতি বিভিন্ন ভাবে প্রদর্শন করেন কলাকুশলীরা। হাতে রঙিন চৌডল নিয়ে মহিলারা অংশ নেন সংগঠনের এই কর্মসূচিতে। ছৌ মুখোশ ও বিভিন্ন পৌরাণিক চরিত্রের পোশাক পরে মিছিলে পা মেলান শিল্পীরা। তাঁদের দাবি, পুরুলিয়া জেলার লোকশিল্পীদের সরকারীভাবে নাম নথিভুক্তির নামে শিল্পীদের তাচ্ছিল্য করা বন্ধ করতে হবে। এছাড়া এখনও যাদের নাম নথিভুক্ত হয়নি অবিলম্বে তা সম্পন্ন করতে হবে। ভাতা ও পেনশন বৃদ্ধি, মাসিক অনুষ্ঠানগুলি সমভাবে শিল্পীদের বণ্টন,লোক আঙ্গিকগুলোকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত করার দাবি জানান তাঁরা হবে।
সারা বাংলা লোক শিল্পী সংসদের স্মারকলিপি
RELATED ARTICLES