Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকেন্দ্রীয় নীতির প্রতিবাদে দুর্গাপুরে ট্যাঙ্কার চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিলেন

কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দুর্গাপুরে ট্যাঙ্কার চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিলেন

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ট্রাক চালকদের পর এবার দুর্গাপুরের একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লান্টের ট্যাঙ্কার চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিলেন। সোমবার সকালে ওই বটলিং প্লান্টে কয়েকটি গাড়ি লোডিং হয়। তারপর থেকে চালকদের আন্দোলনের জেরে লোডিং বন্ধ হয়ে যায়। দুর্গাপুরের এই বটলিং প্লান্ট থেকে পশ্চিম ও পূর্ব বর্ধমান সহ আসপাশের বেশ কয়েকটি জেলায় রান্নার এলপিজি সিলিন্ডার সরবরাহ হয়। এছাড়া বড় ক্যাপসুল ট্যাঙ্কারে ভিন রাজ্য এলপিজি সরবরাহ করা হয়। চালকরা গাড়ি না চালালে এলপিজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ভিনরাজ্যে যাতায়াতকারী এক ক্যাপসুল ট্যাঙ্কার চালক নবনীত কুমার যাদব বলেন, “রাস্তায় পুলিশের দৌরাত্ম্য সহ্য করে গাড়ি চালাতে হয়। এরমধ্যে কেন্দ্রের মোদী সরকারের কালো আইন হিট অ্যান্ড রান। সাত লাখ টাকা জরিমানা ও দশ বছরের জেল। এই আইন প্রত্যাহার না করলে চালকের পক্ষে গাড়ি  চালানো সম্ভব নয়”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments