Wednesday, November 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিরোধীদের ঠুকে ফের কমিশনকে কাকার বাড়ি মেসোর বাড়ি বললেন দিলীপ

বিরোধীদের ঠুকে ফের কমিশনকে কাকার বাড়ি মেসোর বাড়ি বললেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ফের বেলাগাম দিলীপ ঘোষ। যারা কাকার বাড়ি,মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্য বলছি, “আমরা তো সকাল থেকে পাবলিকের সঙ্গে আছি। যাদের পাবলিকের সামনে যাওয়ার মত মুখ নেই। লোকের প্রশ্নের উত্তর নেই। তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে”। মন্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বুধবার সকালে বর্ধমান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার একটি মাঠে সপার্ষদ দিলীপ ঘোষ প্রাত:ভ্রমণ করেন। মাঠে হাঁটার পাশাপাশি ফুটবল খেলেন এবং বাঁ পায়ের শটে গোলও করেন। তারপর তিনি পীর পুকুর এলাকার মোড়ে চা চক্রের আসরে অংশ নেন। সেখানে তিনি বলেন, “নির্বাচন এসেছে পাবলিকের কাছে যান। যারা জিতিয়েছে তাদের কাছে যান। ভোট চান। তাদের কাছে যাওয়ার মুখ নেই। তা না করে কমিশনের কাছে ধরনা লাগাচ্ছে”।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘সংগ্রামী ভাতা’ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ঠিক আছে,যারা সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,পরিবারের লোককে মেরে দিয়েছে,বাড়ি ঘর ভেঙে দিয়েছে, ইমার্জেন্সি পিরিয়ডে জেলে গিয়েছিল। মিসা কেসে জেলে গিয়েছিল। তাদেরকে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার ভাতা দিয়েছিল। তাই শুভেন্দুদা যখন বলেছেন। ভেবেই বলেছেন”। অন্যদিকে মঙ্গলবার দুর্গাপুরে লাঠি হাতে প্রাত:ভ্রমণে বের হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, “বর্ধমানে এমন উৎপাতের লোক নেই।  প্রয়োজন পড়ে নি। প্রয়োজন পড়লে গাড়িতে রাখা আছে”। সন্দেশ খালিতে শাহাজান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “শাহাজানের একটা বাড়ি সিজ করলে হবে না। তার কত বাড়ি,কত বাজার,কত দোকান,সরকারি জায়গা দখল করে পার্ক,পার্কিং এগুলো সব তালা মারতে হবে। সরকার সব ক্রোক করুক”  বলে তিনি দাবী করেন। উত্তরবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত নিয়ে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তাহলে বাকী যারা আছে তারা একটু শিক্ষা পাবে। দেখুন সিবিআই ছাড়া এখানে কোন অপরাধের কিনারা হয় না। এই রাজ্যের প্রশাসনের উপর সরকারের উপর,পুলিশের উপর,সিআইডির উপর কারোর উপর আমাদের তো নয়,তৃণমূলের ভরসা  নেই। সাধারণ মানুষকে সুবিচার দিতে হয়,জাস্টিস দিতে হয় অপরাধীদের সাজা দিতে হয়। তাহলে সিবিআই চাই,ইডি চাই,এনআইএ চাই” । দিলীপ আরও বলেন, এখন যে ধরনের রাষ্ট্র বিরোধী কাজ হচ্ছে। রাষ্ট্র বিরোধী গতিবিধি হচ্ছে,বোমা বিস্ফোরণ হচ্ছে,তার বিরুদ্ধে সরকারের কিছু ডিপার্টমেন্ট তারা ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে। খাগড়াগড়ের অপরাধী আপনারা তো সব জানেন,এখান থেকেই বোমব্লাস্ট শুরু হয়েছিল। আমি তখন এসেছিলাম। তাই এধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে,যার কোন কিনারা হয় নি, সাজা দেওয়া  হয় নি। পটকা ফেটেছে বলে এড়িয়ে যাওয়া হচ্ছে।  এই সরকারের সময় এত পটকা ফাটছে কেন,এতবাড়ি ঘর ভাঙা যাচ্ছে,মানুষ মারা যাচ্ছে হাত পা ছিন্ন হয়ে যাচ্ছে।  যেখানে বিস্ফোরণ হচ্ছে গিয়ে দেখুন,বাড়ির চাল উড়ে যাচ্ছে,মানুষের হাত পা উড়ে যাচ্ছে। আমরা তো এমন দেখি না, তাই এনআইএ তদন্ত করে আসল রহস্য বার করার দরকার আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments