নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,১জুলাইঃ ইস্পাত নগরী ডা.বি সি রায় ফাউন্ডেশনের উদ্যোগে এদিন শহরের অশোক এভিনিউ ও অরবিন্দ এভিনিউয়ের সংযোগস্থলে রোটারিতে ডা.বিধানচন্দ্র রায়ের মর্মর মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলার রুপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডা.বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিবস।জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কর্নেল উজ্জ্বল মুখোপাধ্যায়। স্বাগত ভাষন দেন সংস্থার অন্যতম কর্তা ও সমাজসেবী সুদেব রায়।এখানে বিধান রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চায়েত ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড.সুশীল ভট্টাচার্য,জাতীয় শিক্ষক ড.কলিমুদ্দিন হক,প্রাক্তন সাংসদ জীবন রায়,শ্রমিক নেতা রজত দিক্ষিত,দেবেশ চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,প্রাক্তন কাউন্সিলার রাজীব ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমার ৯৫টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৫০ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে কার্গিল যুদ্ধের নায়ক কর্নেল উজ্জ্বল মুখোপাধ্যায়কেও সংবর্ধনা দেওয়া হয়।
ডা.বি সি রায় ফাউন্ডেশনের উদ্যোগে বিধানজয়ন্তী পালন দুর্গাপুরে
RELATED ARTICLES