বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে নতুন পাঁচ নম্বর ইউনিট তৈরির জন্য পাঁচিল তৈরির কাজ আবারও বন্ধ করে দিল বস্তিবাসীরা। শুধু কাজ বন্ধ করে নি, পাঁচিল তৈরির কংক্রিটের পিলার ভেঙে দেন বস্তির মহিলারা। পুলিশ ও সিআইএসএফ মোতায়েন থাকলেও বস্তিবাসীদের বাধায় তারা পিছু হটতে বাধ্য হন। বস্তিবাসীদের দাবি তাদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। না হলে নির্মাণ কাজ করতে দেওয়া হবে না।বস্তির বাসিন্দা অরিন্দম নায়েক বলেন ” ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন পুনর্বাসনের বিষয়টি তাদের এক্তিয়ারে নেই। পাঁচিল দেওয়া হবে। সামনে যেসব ঘর থাকবে ভেঙে দেওয়া হবে৷ পরে সমস্ত বস্তির ঘর ভেঙে দেবে। ডিভিসি কর্তৃপক্ষের এই বক্তব্য শোনার পর বস্তিবাসীর বেজায় ক্ষুব্ধ। এদিন পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি পিলার ভেঙে দিয়েছে মহিলারা।”
ডিটিপিএস এর নির্মীয়মান পাঁচিল ভেঙে দিল বস্তিবাসীরা
RELATED ARTICLES