Sunday, April 28, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গশেষ দিনে ফিটনেসের ফি জমা দিতে চেয়ে পথ অবরোধ চারচাকা গাড়ির মালিক...

শেষ দিনে ফিটনেসের ফি জমা দিতে চেয়ে পথ অবরোধ চারচাকা গাড়ির মালিক ও চালকরা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এ মাসের প্রথমে রাজ্য সরকারের পরিবহন বিভাগ একটি বিজ্ঞপ্তি দিয়ে বকেয়া ফিটনেস ফি জমা দেবার আবেদন জানায়। জানান হয়, যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা ফাইন ছাড়াই ফিস জমা করতে পারবেন।
সেইমত পরিবহন দপ্তরের আধিকারিকরা ফিস জমা নিচ্ছিলেন। বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে এই ফিস জমা নেওয়া চলছিল। প্রতিদিন ৪০০-৫০০ গাড়ির লাইন পড়ছিল। বুধবার সেইমত কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ, একটি পর্যায়ে পরিবহন দপ্তরে কর্মী ও আধিকারিকরা ফিস জমা নেওয়া বন্ধ করে দেন। প্রতিদিনই অনেক রাত হয়ে যাচ্ছে এই কারণ দেখিয়েই। এরপর ক্ষুব্ধ গাড়ির মালিক ও চালকেরা জাতীয় সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পুলিশ আসে। শেষ পর্যন্ত পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে।অবরোধকারীদের পক্ষে শচীন কুমার জানান, ‘সকাল থেকে লাইন দিয়েও একটুও এগোয়নি। মাত্র ১০০ গাড়ি দেখে আর টি ও চলে গেছেন। আমরা এর বিহিত চাই।’ সাবিরুল সেখ বলেন, , ১৫০০ গাড়ি দাঁড়িয়ে আছে। সবার সি এফ কাটা কাছে। ওদের সমস্যায় ওরা চলে গেছেন।’ গাড়ির মালিক প্রদীপ কুন্ডু জানান, ‘আই সি আশ্বাস দিয়েছেন। কিন্তু আজ রাতের মধ্যে অ্যাপ্রুভাল না দিলে দ্বিগুণ ফাইন হয়ে যাবে। এমনিতেই আমাদের যাতায়াতের পথে ফাইন দিতে হচ্ছে।’ রাত বারোটার মধ্যে এত গাড়ির সমস্যার সমাধান কীভাবে হয় সেটাই দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments