বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ফের ব্যারাজের লকগেট ভেঙে গেল। তবে এবার মূল ব্যারাজের লকগেট ভাঙে নি। দামোদর নদের ওপর অবস্থিত বর্ধমানের অংশের সেচখালের ৫ নম্বর লকগেট ভেঙে গেছে জলের চাপে। ভেঙে যাওয়া লকগেটের দুপাশ থেকে মজুত করা জল বেরিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে লকগেট ভেঙে যাওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। অভিযোগ দীর্ঘদিন মেরামত না হওয়ায় জলের চাপে লকগেট ভেঙে গেছে। মেরামত যে হয় নি সেই কথা স্বীকার করে নিয়েছেন সেচ দপ্তরের মেকানিকাল ইঞ্জিনিয়ার গৌতম বসু। তিনি বলেন, ” সেচখালের লকগেট সবসময় জলের মধ্যে ডুবে থাকে। তাই মেরামত করার সুযোগ থাকে না।” সেচখালে জল সরবরাহ বন্ধ করে প্রথমে ক্ষতিগ্রস্ত লকগেট মেরামত করা হবে। পরে সম্পূর্ণ গেটটি বদলে ফেলা হবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। তবে লকগেট ভেঙে যাওয়ার জন্য জল সরবরাহে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা। দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।এর আগে ২০১৭ সালে ব্যারাজের মূল বাঁধের ১ নম্বর গেট ভেঙে যায়। পরে ২৯২০ সালে ৩১ নম্বর গেট ভেঙে যায়।