বিশেষ প্রতিনিধি দুর্গাপুর: গেটপাস নবীকরণ না হওয়ায় কাজ হারানোর আশঙ্কা করছেন রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস কারখানার শতাধিক অস্থায়ী কর্মী। গেটপাস নবীকরণ সহ কাজের দাবিতে শনিবার বিকেলে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর উৎপল বিশ্বাসের সঙ্গে দেখা করেন অস্থায়ী কর্মীরা। কিন্তু কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় হতাশ কর্মীরা। তাদের বক্তব্য কাজ হারালে পরিবার নিয়ে পথে বসতে হবে। দূষনের জের ২০১৯ সালে ২৬ ডিসেম্বর দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে সংস্থার স্থায়ী ও অস্থায়ী কর্নীরা কাজ না করেই বেতন পাচ্ছেন প্রতিমাসে। সম্প্রতি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের গোড়াতে স্থায়ী কর্মীদের অনান্য সরকারি দপ্তরে বদলি করে দেওয়া হবে। কিন্তু অস্থায়ী কর্মীদের নিয়ে কোনও চিন্তা ভাবনা করে নি ম্যানেজমেন্ট। আর তাতেই কাজ হারানোর আশঙ্কা করছেন অস্থায়ী কর্মীরা। জানুয়ারি মাসের গেটপাস ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নবীকরণ হয়ে যাওয়ার কথা। কিন্ত এখনও পর্যন্ত হয় নি। কবে করা হবে তা বলতে পারছেন না কারখনা কর্তৃপক্ষ।
গেটপাস নবীকরণ না হওয়ায় কাজ হারানোর আশঙ্কায় দুর্গাপুর কেমিক্যালসের অস্থায়ী কর্মীরা
RELATED ARTICLES