নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ পঞ্চাশের উপর নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের কাছে।শনিবার সন্ধ্যায় বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করতে এসে অভিনেত্রী-সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে শতাব্দী রায় বলেন, এই টার্গেট বেঁধে দেওয়া ওনার ব্যাপার। তার মানে ওনার পঞ্চাশের কম শতাংশ ভোট রয়েছে সেকথা মেনে নিয়েছেন। এবারে যদি আরো পঞ্চাশ শতাংশ বাড়ে তাহলে হয়ত একান্ন বাহান্ন শতাংশ হবে।এদিনের বর্ধমান উৎসবের উদ্বোধনে শতাব্দী ছাড়াও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ,বর্ধমানের পৌরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন। ৩১ শে ডিসেম্বর অবধি এই উৎসব চলবে। অংশ নেবেন রাজ্য ও জেলার নামী শিল্পীরা।
বর্ধমান উৎসবের উদ্বোধনে শতাব্দী রায়
RELATED ARTICLES