নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ডেঙ্গি রোধে সচেতনতা, আমার জেলা পশ্চিম বর্ধমান, আদিবাসী জীবন, চন্দ্রযান উৎক্ষেপন সহ হরেক রকমের থিম দেখা গেল দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের কার্নিভালে। পুজোর মত কার্নিভালের থিমে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা দেখল দুর্গাপুরের বাসিন্দারা। দুপুর সাড়ে তিনটের সময় শুরু হয় কার্নিভালের প্রদর্শন। সন্ধা সাড়ে সাতটার সময় অগ্রনী সংস্কৃতি পরিষদের পুজো কমিটির প্রদর্শন দিয়ে শেষ হয় এবারের কার্নিভাল। চার ঘন্টা ধরে মহাত্মা গান্ধী রোডের ওপর দিয়ে একের পর এক পুজো কমিটির ট্যাবলোগুলি যায়। সঙ্গে কিছু সময়ের জন্য দেখা গেল বিভিন্ন শিল্পীদের নৃত্যানুষ্ঠান। এছাড়া ছিল নানা ধরনের বাজনা। এবারের কার্নিভালে বিশেষ আর্কষণ ছিল মহারাষ্ট্রের নাগপুরের গণেশ চতুর্থীর বিসর্জনের ব্যান্ড। প্রথম বছরের থেকেও এবার দর্শক ছিল কয়েকগুন বেশি। সুশৃঙ্খল ভাবে বসে সবাই কার্নিভল দেখেন। এবারের কার্নিভালে মোট চারটি পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করে উর্বশী পুজো কমিটি। দ্বিতীয় স্থান অধিকার করে চতুরঙ্গ পুজো কমিটি। তৃতীয় হয়েছে ক্লাব স্যান্টোস ও চতুর্থ হয়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আর্থিক পুরস্কারে সাথে সুদৃশ ট্রফি উপহার দেওয়া হয়।
পুজোর থিমের পর এবার দুর্গাপুরে বিসর্জনের কার্নিভালেও থিমের রমরমা
RELATED ARTICLES