Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবর্ধমানের দুর্গা কার্নিভ্যালে ভাগ্যশ্রী, আসরানি

বর্ধমানের দুর্গা কার্নিভ্যালে ভাগ্যশ্রী, আসরানি

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমানে অনুষ্ঠিত হচ্ছে মায়ের কার্নিভাল।গত বছর থেকে শুরু হওয়া পুজো কার্নিভালকে কেন্দ্র করে শহর বর্ধমানে সাজোসাজো রব।জনজোয়ার নেমেছে শহরজুড়ে।চমক হিসাবে কার্নিভালে উপস্থিত আছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী পাটবর্ধন ও গোবর্ধন আসরানী, গায়ক প্রশান্ত সমাদ্দার।এবছর জেলার ২৭ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহন করেছে যার সিংহভাগই শহর বর্ধমান ও বর্ধমান শহর সংলগ্ন শহরতলির। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা শাসক পুর্নেন্দু মাজী, জেলা পুলিশ সুপার আমনদীপ,সাংসদ সুনীল মন্ডল, পৌরপ্রধান পরেশ সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রায়নার বিধায়ক শম্পা ধাড়া প্রমুখরা। উপস্থিত ছিলেন পুরসভা ও জেলা পরিষদের সদস্যারাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments