নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৮ মে – ঝাড়খণ্ডের গোমোহ ষ্টেশনে বাজ পাখির বাচ্চা পাচার করার আগেই রেল পুলিশের তত্পরতায় উদ্ধার হল ৬টি বাজপাখি। গ্রেপ্তার করা হয়েছে পাখি পাচারকারীকে। ধৃতের নাম সেখ সাইয়াদ। বাড়ি বর্ধমানের হটুদেওয়ান এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি মূলত কেরিয়ারের কাজ করতেন। পাখিগুলো বর্ধমান থেকে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডের গোমোহতে জাহির নামে এক ব্যক্তির হাতে দেওয়ার কথা ছিল তার। তার আগেই ১৩১৫১ আপ জম্মু-তাওয়াই এক্সপ্রেস ট্রেনে করে পাখিগুলিকে গোমোহ নিয়ে যেত শেখ সাইয়াদ। পাখিগুলিকে খাঁচাবন্দি করে ব্যাগে করে গোমোহ নিয়ে যাবার জন্য বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল সাইয়াদ। তখনই বিষয়টি নজরে আসে কর্মরত আরপিএফ কর্মীদের। উদ্ধার হওয়া বাজপাখির বাচ্চাগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে সেখ সাইয়াদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনদপ্তর।
ঝাড়খণ্ডে বাজপাখি পাচার করতে গিয়ে ধৃত এক ব্যক্তি
RELATED ARTICLES