Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গভোট মিটতেই খণ্ডঘোষে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুরুতর আহত অঞ্চল সভাপতি সহ ৪

ভোট মিটতেই খণ্ডঘোষে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুরুতর আহত অঞ্চল সভাপতি সহ ৪

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান, ২৮ মে – ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিল বর্ধমানের খণ্ডঘোষে। বিধায়ক নবীন বাগ বনাম ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের মধ্যে এই দ্বন্দ্বে ঝড়ল রক্ত। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৪জন। সোমবার রাত্রি প্রায় ৯টা নাগাদ খণ্ডঘোষের উখরিদ গ্রামের মসজিদতলার সেখ পাড়ায় এই গোষ্ঠী সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, টেন্ডার নিয়ে পুরনো ঝামেলা এবং এলাকার দখলদারী কায়েম রাখতে বিধায়কের অনুগামীদের উপর রড,লাঠি ও টাঙ্গি নিয়ে আক্রমণ চালানোর অভিযোগ ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন উখরিদ অঞ্চল তৃণমূলের সভাপতি সহ ৪ জন। তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী বলে পরিচিত আলি হোসেন মন্ডল ও মারধরের ঘটনায় গুরুতরভাবে জখম সেখ মেহেবুব রহমানদের অভিযোগ, বেশ কয়েকদিন আগে উখরিদ পঞ্চায়েতের টেন্ডার নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের সাথে একটা ঝামেলা হয়। তারপর থেকেই অঞ্চলের দখলদারী নেওয়ার চেষ্টা করছিলেন ব্লক সভাপতির লোকজন। কিন্তু ভোট থাকায় বিষয়টি থেমে থাকে। গত শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অধীন খণ্ডঘোষ ব্লকে ভোট মিটতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠে। সেই ঝামেলার জেরেই সোমবার রাতে উখরিদ অঞ্চল তৃণমূলের সভাপতি সেখ হবিবুর রহমানের উপর বাইকে করে এসে রড,লাঠি ও টাঙ্গী নিয়ে অতর্কিতে হামলা চালায় ব্লক সভাপতির আশ্রিত দুষ্কৃতকারীরা বলে অভিযোগ। ঘটনায় সেখ হবিবুর রহমান,তার ছেলে সেখ মেহেবুব রহমান সহ ৪ জন গুরুতরভাবে জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে খন্ডঘোষ ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও এই ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। এমনকি গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ও তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। অন্যদিকে, এব্যাপারে বিধায়ক নবীন বাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এলাকা সূত্রে জানা গেছে, আহত অঞ্চল সভাপতি সেখ হবিবুর রহমান ওরফে চাঁদ আগে ব্লক সভাপতির অনুগামী ছিলেন। ভোটের মাস খানেক আগে তিনি বিধায়ক অনুগামীদের সঙ্গে যুক্ত হন। তারপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। সোমবার এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয়বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ। এই ঘটনায় ৩জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments