নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ পরিবেশ রক্ষার লক্ষ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয়ে আসছে পৃথিবী দিবস। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরেও দিনটি পালন করা হলো। এবছরে বিশ্বব্যাপী থিম ‘প্ল্যানেট বনাম প্লাস্টিক’। এই উপলক্ষ্যে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের সহযোগিতায় ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্ত জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর এর সার্বিক ব্যবস্থাপনায় বিধাননগরে অবস্থিত স্কুল প্রাঙ্গণে সারা স্কুল জুড়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান ও পড়ুয়াদের মধ্যে প্রচার অভিযান করা হয়েছে। সূচনা করেন বিদ্যালয়েরর প্রিন্সিপাল জে কে মহাপাত্র। পাশাপাশি দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর সহযোগিতায় ইস্পাত নগরীতে অবস্থিত সুরেন চন্দ্র মডার্ন স্কুল এর ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এখানে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের কর্ণধার সুশান্ত পোদ্দার। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী। উল্লেখ্য, পৃথিবী দিবস প্রথম মার্কিন কলেজ ক্যাম্পাস জুড়ে ১৯৭০ সালে উদযাপিত হয়েছিল – সান্তা বারবারায় ব্যাপক তেল ছড়িয়ে পড়ার কয়েক মাস পরে। আন্দোলনটি তখন থেকে ১৯২ টিরও বেশি দেশে এক বিলিয়নেরও বেশি ব্যক্তিকে একত্রিত করেছে।
দুর্গাপুরে পালিত হলো পৃথিবী দিবস
RELATED ARTICLES