Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুকুর বুজিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রামে

পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রামে

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে গোটা বাংলা৷ গরমে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। বহু জায়গায় পুকুরের জল শুকিয়ে যাচ্ছে৷ এরকম অবস্থায় আউশগ্রামের অভিরামপুর গ্রামে পুকুর ভরাট করে বাড়ি তৈরির ঘটনায় চরম ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা৷ তাঁরা সোমবার বিএলআরও অফিসের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় এক মহিলার নামে লিখিত পুকুর ভরাটের অভিযোগ জানানো হয়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আউশগ্রাম -২ নম্বর ব্লকের অভিরামপুর মৌজায় ৬ নম্বর দাগে একটি পুকুর রয়েছে৷ পুকুরটি বুজিয়ে বাড়ি তৈরি করছেন স্থানীয় বাসিন্দা বৈশাখি মেটে। অথচ ওই পুকুরটি গ্রামের বহু মানুষ ব্যবহার করেন৷ স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে ওই পুকুরটি ভরাট করে গৃহ নির্মান করছেন৷ পুকুরটি সর্বসাধারণের জন্য ব্যবহার যোগ্য। অভিরামপুরের বাসিন্দা পার্থসারথি ঘোষ, রঞ্জিত কুমার সাহা বলেন, ওই পুকুরের পাশেই একটি শশ্মান আছে৷ সেখানে গিয়ে জলের প্রয়োজন হলে সবাই ওই পুকুরটি ব্যবহার করেন। তাই আমরা চাই ওই পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করা বন্ধ করে দিক প্রশাসন৷ আর যেটুকু অংশ নির্মান কাজ করেছেন৷ সেটাও ভেঙে দেওয়া হোক৷ এদিকে যার বিরুদ্ধে পুকুর বোজানোর অভিযোগ উঠেছে। সেই বৈশাখি মেটের দাদা বিদ্যুৎ মেটে বলেন, আমরা নোটিশ পেয়েছি। আমাদের অফিসে ডেকে পাঠানো হয়েছে। আমরা কাজ বন্ধ রেখেছি৷ আউশগ্রাম -২ নম্বর ব্লকের বিএলআরও প্রসেনজিৎ মণ্ডল বলেন, পুকুর বোজানোর অভিযোগ আমরা পেয়েছি৷ আমি পুরো ঘটনাটি তদন্ত করব৷ তাতে দোষী প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments