সার্থক কুমার দে,দুর্গাপুরঃ কেন্দ্রের বিজেপি সরকার অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্পের মতো কয়লা শিল্পও বেসরকারীকরণের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে ১২টা খনি বেসরকারী মালিকদের হাতে তুলে দিয়েছে কেন্দ্র সরকার। আগে বন্ধ খনি বেসরকারী সংস্থাকে দেওয়া হতো কয়লা উত্তোলনের জন্য। কিন্তু বর্তমানে চালু কয়লা খনিও বেসরকারী সংস্থাকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খনি বেসরকারীকরণের বিরুদ্ধে এক মাস ব্যাপী লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠন। গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। ঐদিন ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বড় সভা করা হয়েছে সংগঠনের তরফ থেকে। এক মাস ব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয় কাজোরা,বাকোলা ও কেন্দা এরিয়া অফিস চত্বরে। সভা চলে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত। সংগঠনের মহাসচিব হরেরাম সিং জানান,কয়লা শিল্পের সাথে শুধু কয়লা খনি শ্রমিকরা নয়, এর সাথে যুক্ত রয়েছে এলাকার অর্থনীতির প্রশ্নও। খনি বেসরকারীকরন হলে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন তা নয়,প্রভাবিত হবে এলাকার অর্থনীতিরও। তাই খনি বেসরকারীকরণ রুখতে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, আগামী ১১ অক্টোবর ইসিএলের সদর দপ্তর সাকতোড়িয়ায় সংস্থার হেডকোয়ার্টার ঘেরাও করা হবে। তাতে এক লাখ শ্রমিক যোগ দেবেন বলে জানান তিনি।
কয়লা খনি বেসরকারীকরণের বিরুদ্ধে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা
RELATED ARTICLES