নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্যে এই প্রথম বাঁকুড়ার মুকুটমনিপুর মেলায় অনুষ্ঠিত হল আদিবাসী ফ্যাশান শো। স্থানীয় তরুন তরুনীদের পাশাপাশি এই ফ্যাশান শোয়ে র্যাম্পে হেঁটে ঝড় তুললেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। মূলত পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতি ও তাঁদের পোষাক আশাক তুলে ধরার উদ্যেশ্যেই এই বিশেষ শো দাবী মেলা কমিটির।দক্ষিণবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র মুকুটমনিপুর। এই মুকুটমনিপুরের পর্যটনের বিকাশের লক্ষেই আজ থেকে ২৪ বছর আগে সরকারী উদ্যোগে শুরু হয়েছিল মুকুটমনিপুর মেলা। যে মেলার আরো একটি প্রধান লক্ষ ছিল স্থানীয় আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা। সেই লক্ষেই এবার প্রথম মুকুটমনিপুর মেলায় আদিবাসী ফ্যাশান শো এর আয়োজন করে মেলা কমিটি। মেলা কমিটির দাবী বছরের বিভিন্ন সময়ে আদিবাসীদের নিজস্ব উৎসব রয়েছে। রয়েছে নানা সামাজিক অনুষ্ঠান। সেই উৎসব ও সামাজিক অনুষ্ঠানগুলির প্রত্যেকটিতে আদিবাসী পুরুষ ও মহিলাদের মধ্যে আলাদা আলাদা পোষাক পরার চল রয়েছে। সেই পোষাকগুলি পরার ধরণও আলাদা আলাদা। মূলত সেই পোষাকগুলির ধরণ ও তা পরার ধরণ তুলে ধরাই ছিল এই ফ্যাশান শো এর উদ্যেশ্য। রাজ্যে প্রথম আদিবাসী ফ্যাশান শো হওয়ায় এই শো কে ঘিরে পর্যটকদের যেমন ছিল বাঁধভাঙা উচ্ছাস তেমনই এই শোকে ঘিরে মেলা উদ্যোক্তাদের প্রস্তুতিও ছিল নজরকাড়া। মূলত খাতড়া আদিবাসী কলেজে পাঠরত এগারো জোড়া জুটি বাছাই করে গত সাত দিন ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে গতকাল সন্ধ্যায় মুকুটমনিপুর মেলার আলো ঝলমলে মঞ্চে রীতিমত ঝড় তুললেন তাঁরা। এদিনের র্যাম্প ওয়াক দেখে বোঝার উপায় ছিল না মডেল জুটিগুলি সকলেই এমন মঞ্চে আনকোরা। মঞ্চের র্যাম্পে দেখা গেল খোদ রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। এই ফ্যাশান শো দেখে যেমন আপ্লুত মুকুটমনিপুরে আসা পর্যটকরা তেমনই এমন একটা ফ্যাশান শো এর মাধ্যমে আদিবাসী সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরতে পেরে খুশি মেলা কমিটির উদ্যোক্তারা।
মুকুটমনিপুর মেলায় প্রথমবার আদিবাসীদের ফ্যাশান শো,র্যাম্পে পা মেলালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি
RELATED ARTICLES