নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আগুন লাগল বর্ধমানের উপ বেসরকারি উপনগরীর একটি আবাসনে। স্থানীয় কর্মীরাই আগুন নেভান। পরে দমকল আসে। এই ঘটনায় আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ওই আবাসনের বাসিন্দা প্রীতিকণা নায়ক ও বন্দনা রায় জানান, উপরে লিফট সারানোর কাজ চলছিল।রোহিনী নামের ওই আবাসনে মিটার বক্সে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তিনটি ঘরের বাসিন্দারা বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা বেরিয়ে আসতে পারেন নি। এসময় কর্মীরা এসে ফায়ার এস্টিউঙ্গগিসার দিয়ে আগুন নেভান। পরে দমকল আসে কিন্তু আগুন তার আগেই আয়ত্বে আসে। এই আবাসন সহ উপনগরীর বাসিন্দাদের অনেক অভিযোগ আছে। তাদের কথামতো, রক্ষণাবেক্ষণ এর টাকা নেওয়া হলেও তা ঠিকমতো হয় না। লিফট প্রায়ই অচল থাকে।এদিনও আগুন নেভানোর বেশ কটি যন্ত্র অচল ছিল। তারা জানান, তারা আতঙ্কিত। এগুলির ব্যবস্থা নেওয়া দরকার কর্তৃপক্ষের তরফে। এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আবাসন কর্তৃপক্ষ। তাদের তরফে সিনিয়র ম্যানেজার অভিজিৎ ঘোষ জানান, তাদের কর্মীরাই আগুন নিভিয়েছেন তৎপরতার সাথে। আগুন নেভানোর যন্ত্র সবগুলিই সচল।তিনি জানান, বিদ্যুৎ বিভাগ সর্ট সার্কিটের কারণ খতিয়ে দেখছে। অন্যান্য অভিযোগগুলি অবশ্য তিনি উড়িয়ে দিয়েছেন।
লিফট সারানোর সময় বহুতলে আগুন,নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন
RELATED ARTICLES